• হোম > বাংলাদেশ > আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

  • শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৪
  • ৩৮

---

আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয়ের মধ্যে জরুরি সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে এ সহায়তা পাঠানো হয়েছে। পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, কাপড় ও ঔষধ। এসব ত্রাণ কাবুলে হস্তান্তরের পর বিমানটি আজই দেশে ফেরার কথা রয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি রওনা হওয়ার আগে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেকোনো বৈশ্বিক মানবিক প্রয়োজনে সরকারের নির্দেশে পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4485 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:43:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh