• হোম > ইউরোপ | এক্সক্লুসিভ > লিসবনে ফিউনিকুলার দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত

লিসবনে ফিউনিকুলার দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত

  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩
  • ৭২

লিসবনে দুর্ঘটনাস্থলে দমকল কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। AFP

ঢিলা তারের কারণে লাইনচ্যুত হয়ে ভবনে ধাক্কা, আহত অন্তত ১৮

লিসবন প্রতিনিধি

৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ এক দুর্ঘটনায় ঐতিহাসিক এলেভাদর দা গ্লোরিয়া (Elevador da Gloria) ফিউনিকুলার লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর এই দুর্ঘটনা ঘটে।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আজ আমাদের শহরের জন্য এক শোকের দিন। এটি এক ভয়াবহ দুর্ঘটনা।” নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, হলুদ রঙের ট্রাম আকৃতির বগিটি ছিটকে গিয়ে এক ভবনের সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের উদ্ধার করেন।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা গভীর শোক প্রকাশ করে দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

লিসবন ফায়ার রেজিমেন্ট জানিয়েছে, ঢিলা তারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফিউনিকুলারটি দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনা ঘটে ব্যস্ততম সময়ে, যখন যাত্রীদের চাপও বেশি ছিল।

১৮৮৫ সালে চালু হওয়া এলেভাদর দা গ্লোরিয়া লিসবনের বাইশা জেলা থেকে বাইরো আলতো এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি শুধু স্থানীয় পরিবহন নয়, বরং শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক বগি ছিটকে উল্টে পড়ে আছে এবং যাত্রীরা আতঙ্কে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। আরেকটি বগিকে ঝাঁকুনি খেতে দেখা গেছে।

লিসবনে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকের সংখ্যা দ্রুত বেড়েছে। গ্রীষ্মকালীন মৌসুমে হাজারো পর্যটক শহরের সরু রাস্তা আর ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন। তবে বুধবারের এই দুর্ঘটনা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিবহন দুর্ঘটনাগুলোর একটি হয়ে রইল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4431 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 09:09:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh