• হোম > বিদেশ > ট্রাম্পের ষড়যন্ত্র মন্তব্যকে ‘বিদ্রুপ’ বলল ক্রেমলিন

ট্রাম্পের ষড়যন্ত্র মন্তব্যকে ‘বিদ্রুপ’ বলল ক্রেমলিন

  • বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০
  • ৫৪

---

রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগটিকে বিদ্রুপ হিসেবেই দেখা উচিত বলে  মন্তব্য করেছে ক্রেমলিন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমি মনে করি, কিছুটা বিদ্রুপের সঙ্গেই তিনি বলেছেন যে, এই তিন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি পোস্ট সম্পর্কে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ট্রাম্পের ওই পোস্টে অভিযোগ করা হয়, পুতিন, শি জিনপিং ও কিম জং উন বেইজিংয়ে একত্রিত হয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4412 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 07:59:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh