• হোম > বাংলাদেশ > ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার শীর্ষে

ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার শীর্ষে

  • বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭
  • ৮২

---

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আজ (মঙ্গলবার) আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কার্যতালিকা প্রকাশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করার নির্দেশ দেন।

তাৎক্ষণিক হাতে লেখা আপিলের ভিত্তিতে বিচারপতি ফারাহ মাহবুব চেম্বার আদালতে শুনানি নিয়ে এ আদেশ দেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেয় এবং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

উল্লেখ্য, সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

হাইকোর্ট তার আদেশে রিটকারী এবং ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে ফরহাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ১৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4385 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 12:21:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh