• হোম > > ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন নিশ্চিত : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন নিশ্চিত : প্রধান উপদেষ্টা

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০
  • ৭২

---

যে বাধাই আসুক না কেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আনন্দমুখর পরিবেশে এমন একটি নির্বাচন চাই যেখানে যারা কখনও ভোট দিতে পারেনি, তারাও ভোট দিতে পারে। যারা পূর্বে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারাও যেন ভালো অভিজ্ঞতা পান। কেউ যেন বলতে না পারে, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে নিতে না দেওয়ার জন্য নানা ধরনের বাধা আসবে, কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। আমাদের আরও সতর্ক থাকতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এরপর আমরা ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করব।”

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “এবারের নির্বাচন অনন্য—এটি কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, এটি সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এ নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ।”

এছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে।

বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দেন।

আজকের বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4379 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:56:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh