বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের দেওয়া ১৩ পৃষ্ঠার রায়টি সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারীর দুর্ভোগ কমবে।
২০১৯ সালে শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন সুবিধা না পাওয়ায় রিট করেন। রিটে বলা হয়, ২০১৭ সাল পর্যন্ত বেতনের ৬ শতাংশ কেটে অবসরের সময় সুবিধা দেওয়া হতো। পরে শিক্ষা মন্ত্রণালয় কর্তন হার ১০ শতাংশে উন্নীত করলেও পূর্বের মতোই ৬ শতাংশের সুবিধা বহাল রাখা হয়। এ নিয়ে রিট হলে হাইকোর্ট রুল জারি করে এবং দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা করে।
রায়ে আদালত বলেন, বেতনের ১০ শতাংশ কর্তনের প্রেক্ষিতে অতিরিক্ত সুবিধা শিক্ষক-কর্মচারীদের দিতে হবে। একইসঙ্গে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন ভাতা প্রদানের নির্দেশও দেওয়া হয়।