চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের রপ্তানি আয় ১০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
তবে আগস্ট মাসে প্রবৃদ্ধি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ২ দশমিক ৯৩ শতাংশে। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় কিছুটা কম।
সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক (আরএমজি) খাত। জুলাই-আগস্ট সময়ে এ খাত থেকে আয় হয়েছে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বেশি।