• হোম > ফিনান্সিয়াল-ইনক্লুশন > আইফোনের বিক্রি বাড়ায় বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির পূর্বাভাস

আইফোনের বিক্রি বাড়ায় বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির পূর্বাভাস

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৩
  • ৪৩

---

চলতি বছর আবারো চাঙ্গা হচ্ছে বৈশ্বিক স্মার্টফোন বাজার। গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, ২০২৫ সালের শেষে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১% বাড়বে। সংখ্যাটি সামান্য মনে হলেও এটি আগের ০.৬% পূর্বাভাসের চেয়ে বেশি। এ প্রবৃদ্ধির মূল চালক হবে অ্যাপলের আইফোন।

বিশ্লেষকদের মতে, আইফোন বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং পুরনো ফোন বদলে নতুন কেনার প্রবণতা বৃদ্ধির কারণে বাজার ইতিবাচক দিকে এগোচ্ছে। এ ধারা ২০২৬ সাল ও তার পরও বজায় থাকতে পারে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি দাঁড়াবে ১২৪ কোটি ইউনিটে। এর মধ্যে আইওএস ডিভাইসের বিক্রি বার্ষিক হিসাবে বাড়বে প্রায় ৩.৯%।

তবে সব অঞ্চলে সমান প্রবৃদ্ধি হচ্ছে না।

  • যুক্তরাষ্ট্রে বিক্রি বাড়বে ৩.৬%

  • মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ৬.৫%

  • চীন ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ০.৮%

অন্যদিকে চীনে বিক্রি ১% কমতে পারে। আগে যেখানে প্রবৃদ্ধি ৩% হবে বলে ধরা হয়েছিল, সেখানে সরকারি ভর্তুকি হ্রাস ও অর্থনৈতিক চাপের কারণে এ পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

আইডিসির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, কিছু অঞ্চলের প্রবৃদ্ধি অন্য অঞ্চলের মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাই নির্মাতাদের উচিত সেইসব বাজারে মনোযোগ দেওয়া, যেখানে বিক্রি বাড়ছে।

এদিকে ফোল্ডেবল ফোন বাজারও ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। উচ্চমূল্য ও প্রযুক্তিগত সংশয়ে চাহিদা আগে কম থাকলেও উন্নত স্ক্রিন প্রযুক্তি ও কম দামের মডেল ভোক্তাদের আকর্ষণ করছে।

আইডিসির হিসাবে, ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত বৈশ্বিক স্মার্টফোন বাজারে গড়ে প্রতিবছর ১.৫% প্রবৃদ্ধি বজায় থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4339 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 10:46:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh