
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকলের সহযোগিতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন সম্ভব হবে।
রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সিলেট বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তর, পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি নয়, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। তিনি আরও বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।
তিনি জানান, এবার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ ও পদায়ন স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। মাদককে জাতীয় নিরাপত্তার বড় হুমকি উল্লেখ করে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় পাথর খেকোদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকার আহ্বান জানান।
কৃষির গুরুত্ব তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল কারিগর। তাই কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং পতিত জমি আবাদে আনতে হবে।
এর আগে তিনি বিজিবি’র সিলেট সেক্টর হেডকোয়ার্টার্স ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন।