• হোম > আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স > মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা টিমে অস্থিরতা, কর্মীদের পদত্যাগে ধাক্কা

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা টিমে অস্থিরতা, কর্মীদের পদত্যাগে ধাক্কা

  • সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫১
  • ৪৯

---

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন পরিকল্পনার শুরুতেই ধাক্কায় পড়েছে মেটা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি যোগ দেওয়া বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হঠাৎ করেই চাকরি ছেড়ে যাচ্ছেন বা চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। এতে মার্ক জাকারবার্গের বহু বিলিয়ন ডলারের ‘পারসোনাল সুপারইনটেলিজেন্স’ প্রকল্প চাপে পড়েছে।

ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা শেংজিয়া ঝাও কয়েক দিনের মধ্যে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেও পরে মেটার নতুন চিফ এআই সায়েন্টিস্ট হন। অন্যদিকে স্কেল এআইয়ের সাবেক প্রধান আলেকজান্ডার ওয়াং ও গিটহাবের সাবেক প্রধান ন্যাট ফ্রিডম্যানের মতো নতুনরা করপোরেট সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত মেশিন-লার্নিং বিজ্ঞানী ইথান নাইট ও গবেষক ঋষভ আগরওয়াল চাকরি ছেড়েছেন। ওপেনএআই থেকে আসা অভি ভার্মা প্রথম দিনেই যোগদান করেননি। দীর্ঘদিনের কর্মী চায়া নায়ক ও লোরেডানা ক্রিসানও প্রকল্প ছাড়েন।

মাত্র ছয় মাসে মেটার এআই বিভাগ চারবার পুনর্গঠিত হয়ে এখন ‘মেটা সুপারইনটেলিজেন্স ল্যাব’-এ রূপ নিয়েছে। এ নিয়ে কর্মীদের মধ্যে অস্থিরতা বাড়লেও মেটার দাবি, কর্মী পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং গবেষকদের যথেষ্ট কম্পিউটিং সুবিধা দেওয়া হচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এমন অস্থিরতার মধ্যে মেটা আদৌ ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে পারবে কি না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4335 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:48:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh