• হোম > প্রধান সংবাদ > ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন : প্রধান উপদেষ্টা

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ২৩:২৪
  • ৫০

---

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন— “কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন।

বৈঠকে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চূড়ান্ত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়া দুর্গাপূজাকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত সরকারের বিবেচনায় রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4299 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:53:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh