• হোম > ফিচার > নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৩:১১
  • ৫৮

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং তার ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নুরের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া নুরের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় মর্মাহত এবং গভীর নিন্দা জানিয়েছেন। এছাড়া নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শায়রুল কবির আরও বলেন, বেগম খালেদা জিয়া নুরুল হকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছেন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4265 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:26:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh