• হোম > বাংলাদেশ > বিএনপি বলল, নুরের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত

বিএনপি বলল, নুরের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৩:০২
  • ৫৪

---

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক বিবৃতিতে বলেন, “বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার আমরা নিন্দা জানাই।”

বিবৃতিতে নুরুল হক নুর ও রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4228 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 03:50:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh