• হোম > বাংলাদেশ > এ বছর কি ইলিশের দাম আরও কমবে?

এ বছর কি ইলিশের দাম আরও কমবে?

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৫
  • ১২৫

---

বছরজুড়েই ইলিশ মাছের দাম অনেকটা বেশি। সাধারণত অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের তুলনায় ইলিশের দাম একটু চড়া হয়। তবে এ বছর যেন দাম পুরোপুরি নাগালের বাইরে চলে যাচ্ছে।

মৌসুম শুরু হলেও দাম কমেনি। প্রশ্ন উঠছে—কেন এমন পরিস্থিতি? এ বছর কি আদৌ দাম কমবে?

বাজারে ইলিশের দাম

ঢাকার কারওয়ান বাজারে বর্তমানে এক কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৫০০–২৬০০ টাকায়। ওজন যদি এক কেজির বেশি হয়, তবে কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ৩০০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। আর এক কেজির কম ওজনের মাছও কেজিপ্রতি প্রায় ২০০০ টাকার আশপাশেই থাকছে।

পলাশী বাজারের বিক্রেতা প্রদীপ রাজবংশী জানান, গত সপ্তাহেও এক কেজি ওজনের ইলিশ কিনেছেন ২০০০ টাকায়। কিন্তু এই সপ্তাহে সেই একই মাছ কিনতে হচ্ছে ২২৫০–২৩00 টাকায়। ফলে খুচরা বাজারে গিয়ে দাম আরও বেড়ে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4219 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:25:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh