• হোম > বাংলাদেশ > রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলে বিকল্প ট্রাফিক ব্যবস্থা

রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলে বিকল্প ট্রাফিক ব্যবস্থা

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৬:০০
  • ৪৯

---

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারসনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে যানবাহন চলাচল ডাইভারসন করে বিপরীতমুখী ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে অব্যাহত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে টানেলের জেট ফ্যান পরিষ্কার ও রোড মার্কিং করা হবে। বিদ্যমান ট্রাফিক পরিস্থিতির ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত যানবাহন অপেক্ষমাণ থাকতে পারে।

টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4178 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:31:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh