নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
চলতি বছর তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করে পুলিশ।
পরে মামলার তদন্ত সংস্থা দুদক আদালতে গ্রেফতার দেখানোর আবেদন জানায়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন এবং গ্রেফতার দেখানো শেষে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।