• হোম > বিদেশ > নিউইয়র্ক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

নিউইয়র্ক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ২২:২০
  • ৪৮

---

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই বিপ্লবী শিক্ষার্থী ও নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন, “যারা জুলাই বিপ্লবের মূলে ছিলেন, এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের ওপর হামলা হচ্ছে। আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল দাবি করলেও বাস্তবে ফ্যাসিবাদী রাজনীতি করছে। এমনকি একজন দায়িত্বশীল উপদেষ্টাও রেহাই পাননি। আমাদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “গতকাল নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থা ও হামলা করা হয়েছে। অথচ এ নিয়ে কোনো প্রতিবাদ হয়নি। একজন উপদেষ্টার নিরাপত্তাহীনতা কেবল তাঁর জন্য নয়, আমাদের সবার জন্য চিন্তার বিষয়। বিপ্লবের সফলতা ব্যাহত হলে আওয়ামী লীগও শান্তি পাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে।”

হামলার বিচারের দাবি জানিয়ে তিনি সতর্ক করেন, “যদি উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আওয়ামী লীগের টিকে থাকা প্রশ্নের মুখে পড়বে।”

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, জুলাই বিপ্লবে আহত মাওলানা শফিকুর রহমান, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হাসান।

বক্তারা অভিযোগ করেন, দেশে ধারাবাহিকভাবে শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হয়নি। এ সময় তারা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4166 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:28:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh