• হোম > বাংলাদেশ > শিল্প উপদেষ্টা: তরুণদের কলম ও চিন্তা বদলে দিতে পারে সমাজ

শিল্প উপদেষ্টা: তরুণদের কলম ও চিন্তা বদলে দিতে পারে সমাজ

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১৪:৩৮
  • ৪৩

---

তরুণদের চিন্তা ও কলমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জুলাই বিপ্লব পরিষদ আয়োজিত ‘তোমার চোখে জুলাই’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা, কলম ও সৃজনশীলতা সমাজকে পরিবর্তনের শক্তি জোগায়। তাই এমন উদ্যোগ তরুণদের উদ্বুদ্ধ করবে।” এ সময় তিনি এমন একটি সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।

রাজধানীর যাত্রাবাড়ী ভিত্তিক জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই বিপ্লব পরিষদ জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। তিনটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় মোট ৩০ জন বিজয়ী নির্বাচিত হয়।

  • ক বিভাগ: যাত্রাবাড়ির জুলাই

  • খ বিভাগ: জুলাইয়ের স্বপ্ন

  • গ বিভাগ: রাষ্ট্র সংস্কারে জুলাইয়ের আকাঙ্ক্ষা

প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হয় একটি করে ল্যাপটপ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রাইজবন্ড এবং চতুর্থ থেকে ১০ম স্থান পর্যন্ত সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ছাত্র-জনতা ছাড়া কোনো আন্দোলনের ভিত্তি শক্ত নয়। তাদের ছাড়া আন্দোলন টিকতে পারে না।”

অনুষ্ঠানে জুলাই বিপ্লব পরিষদের আহ্বায়ক সৌরভ হোসেন ফাহিম, সদস্য সচিব মোতাশ্বের তানভীর, মুখপাত্র স্বাধীন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ ছাড়া প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ (পুসাব) এবং জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কবি পলিয়ার ওয়াহিদ ও সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাতকেও সম্মাননা জানানো হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4162 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:35:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh