• হোম > এন্টারটেইনমেন্ট | ফিচার | রাজনীতি > ওয়াহিদ সাদিকের প্রার্থীতা ও শাবানার জনসংযোগ।

ওয়াহিদ সাদিকের প্রার্থীতা ও শাবানার জনসংযোগ।

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৮:২৩
  • ৮৩৭

শাবানার জনসংযোগনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তাঁর গণসংযোগে ছোটাছুটি করছেন অভিনেত্রী স্ত্রী শাবানা। কথা বলছেন শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর এলাকার মানুষের সঙ্গে। শাবানাকে কাছে পেয়ে রোমাঞ্চিত এলাকার মানুষ। প্রিয় নায়িকাকে জড়িয়ে ধরছেন বিভিন্ন বয়সী নারীরা, ভাগাভাগি করছেন এলাকার নানা সমস্যার কথা। এতে স্বামীর ব্যাপারে ভীষণ আশাবাদী হয়ে উঠছেন এই অভিনয়শিল্পী।

সংগৃহীতশাবানার স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন, এ ঘোষণার পর থেকে শাবানা নিয়মিতই সেখানে যাচ্ছেন। গত সোমবার সাগরদাঁড়ি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন সাদিক। তাঁর দাবি, এলাকার মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে শূন্য আসনে প্রার্থী হতে অনুরোধ করেছেন। নেতা-কর্মী ও এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন বলে জানান শাবানা। ওয়াহিদ সাদিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ শুরু করেছি। আমরা সেখানকার সর্বস্তরের জনগণের সঙ্গে কথা বলছি। সবাই আমাদের ব্যাপারে অসম্ভব আন্তরিক।’

শাবানার সঙ্গে প্রযোজক স্বামী ওয়াহিদ সাদেক। ছবি: প্রথম আলোশাবানা বলেন, ‘শুটিংয়ের সময়ও দেশের নানা জায়গায় গিয়েছি। তখনো মানুষ আমাকে যেমনটা ভালোবাসত, তেমনটাই বাসে এখনো। সাদিকের ব্যাপারে সেখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি সাদিকের পাশে আছি। এলাকার মানুষের কাজে আসতে পারলে আমাদের ভালো লাগবে।’

সন্তানদের ভবিষ্যৎ গড়তে ২০ বছর আগে তুঙ্গস্পর্শী ক্যারিয়ার ফেলে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। প্রায়ই বাংলাদেশে আসতেন। স্বামীর সঙ্গে যাতায়াত করতেন শ্বশুরবাড়ির এলাকায়। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/414 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:20:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh