রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর-টঙ্গি সড়কে তুরাগ নদীর উপর ভেঙে পড়া বেইলি ব্রিজ দ্রুত পুনর্নির্মাণ ও সড়কের নিচের অংশ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও উদ্যম ফাউন্ডেশন।
সোমবার সকাল ১০টা থেকে উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে কয়েক হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্রিজ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের আহ্বান জানান।
কর্মসূচির কারণে আব্দুল্লাহপুর উড়ালসড়ক, টঙ্গি স্টেশন রোড, বিমানবন্দর মহাসড়ক ও আব্দুল্লাহপুর চৌরাস্তা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে এলাকাবাসী আরও কয়েকটি দাবি তুলে ধরেন—চৌরাস্তা সড়ক ও টঙ্গি বেইলি ব্রিজ সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ টহল বৃদ্ধি, পথচারীদের জন্য পাবলিক টয়লেট ও একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ।
উদ্যম ফাউন্ডেশনের আয়োজক এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স বলেন, “জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নই আমাদের লক্ষ্য। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”