• হোম > বাংলাদেশ > আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভাঙাচোরা, পুনর্নির্মাণের দাবিতে সড়কে মানববন্ধন

আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভাঙাচোরা, পুনর্নির্মাণের দাবিতে সড়কে মানববন্ধন

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৫
  • ৫০

---

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর-টঙ্গি সড়কে তুরাগ নদীর উপর ভেঙে পড়া বেইলি ব্রিজ দ্রুত পুনর্নির্মাণ ও সড়কের নিচের অংশ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও উদ্যম ফাউন্ডেশন।

সোমবার সকাল ১০টা থেকে উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে কয়েক হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্রিজ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের আহ্বান জানান।

কর্মসূচির কারণে আব্দুল্লাহপুর উড়ালসড়ক, টঙ্গি স্টেশন রোড, বিমানবন্দর মহাসড়ক ও আব্দুল্লাহপুর চৌরাস্তা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে এলাকাবাসী আরও কয়েকটি দাবি তুলে ধরেন—চৌরাস্তা সড়ক ও টঙ্গি বেইলি ব্রিজ সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ টহল বৃদ্ধি, পথচারীদের জন্য পাবলিক টয়লেট ও একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ।

উদ্যম ফাউন্ডেশনের আয়োজক এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স বলেন, “জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নই আমাদের লক্ষ্য। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4136 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:15:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh