• হোম > বাংলাদেশ > বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে দ্রুত বাস্তবায়ন জরুরি : বিমান উপদেষ্টা

বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে দ্রুত বাস্তবায়ন জরুরি : বিমান উপদেষ্টা

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১৩:৪০
  • ৪৬

---

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে দেশের বিমানবন্দরে যাত্রীসেবা আরও স্বচ্ছ, মানসম্মত ও গতিশীল হবে।

রোববার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিমান উপদেষ্টা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। পরে সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রম গতিশীল করা এবং এপিবিএন-এর জনবল সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা।---


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4125 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:09:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh