• হোম > বাংলাদেশ > শাপলা চত্বরের মামলায় ৪ আসামীকে জিজ্ঞাসাবাদ অনুমোদন

শাপলা চত্বরের মামলায় ৪ আসামীকে জিজ্ঞাসাবাদ অনুমোদন

  • রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১৬:৪৬
  • ৪৮

---

এক যুগ আগে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতে প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ অনুমোদন দেন। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এই মামলায় গ্রেফতারকৃত ৪ আসামী হলেন—

  • সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

  • সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক

  • পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম

মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ মোট ২১ জন।

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। অভিযোগের মধ্যে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, গণহত্যা ও গুমসহ মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় ১৬ বছরের আওয়ামী শাসনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দাবির বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তীব্রভাবে ওঠে। বর্তমানে দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অপরাধগুলোর বিচার চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4109 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:08:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh