• হোম > রাজনীতি > রাজনীতি ব্যক্তিস্বার্থ নয়, ত্যাগের জন্য—এ্যানি

রাজনীতি ব্যক্তিস্বার্থ নয়, ত্যাগের জন্য—এ্যানি

  • রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩৯
  • ৪৭

 ---

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি কখনোই পকেট ভারী করার জন্য নয়; রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।

আজ রোববার দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য, সম্মানের জন্য। যারা ব্যক্তিস্বার্থে পকেট ভারী করার জন্য রাজনীতি করতে চান, তাদের বিএনপিতে জায়গা নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরবেন। কিছু মামলা জটিলতা থাকলেও বড় কোনো বাধা হবে না। এ্যানি আশা প্রকাশ করেন, “আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে তিনি দেশে এসে নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। দেশে ফেরার আগে তিনি দুর্নীতি দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন।”

এ্যানি বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, গুম-খুন ও নির্যাতন বেড়েছে। হাসিনা যে কাজগুলো করছেন, বিএনপি তা কখনোই করবে না।” তিনি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন ধারা সৃষ্টি করার গুরুত্বও উল্লেখ করেন।

সম্মেলনে বিএনপি’র অন্যান্য নেতা ও সদস্যরা—চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, উপজেলা সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী—বক্তব্য রাখেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4107 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:16:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh