• হোম > বিদেশ > জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু হলো

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু হলো

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:১১
  • ৬১

---

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দূতাবাসের হলরুমে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাপানে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। ফলে দেশে বিভিন্ন সেবা গ্রহণে তারা সমস্যায় পড়েন। নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন। তিনি আরও জানান, প্রবাসীদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এতে প্রবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনআইডির জন্য অনলাইনে (services.nidw.gov.bd

) আবেদন করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4078 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 05:34:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh