• হোম > বাংলাদেশ | শিক্ষা > জাকসু নির্বাচনে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা

জাকসু নির্বাচনে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ২১:২৪
  • ৬৫

---

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ২৩ সদস্য বিশিষ্ট ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলটির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করেন সাভারের জুলাই শহীদ নাফিসা হোসেন মারওয়ার মামা হযরত আলী। প্যানেলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী প্রতিনিধি এবং নারী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।

প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু তৌহিদ মো. সিয়াম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-ছাত্র) পদে জিয়া উদ্দিন আয়ান এবং (এজিএস-ছাত্রী) পদে মালিহা নামলাহ। এছাড়া, অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলিতে মনোনীত প্রার্থীরা হলেন ফারহানা বিনতে জিগার ফারিনা, মো. সাজ্জাদ হোসেন, রাঈদ হোসেন, সাবিকুন্নাহার (পলি), নকিব আল মাহমুদ অর্ণব, আহসান লাবীব, কাজী মেহবার (তুর্য), নাদিয়া রহমান অন্বেষা, নাসিম আল তারিক, মো. নাহিদ হাসান (ইমন) এবং আরও অনেকে।

প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “আমরা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, আদিবাসী প্রতিনিধি এবং নারী শিক্ষার্থীদের নিয়ে একটি সমন্বিত প্যানেল গঠন করেছি।” তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জোট করিনি, আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা।”

এই প্যানেলটি শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে আগামী জাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4061 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:17:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh