আল-জাজিরার সংবাদ অনুযায়ী, গাজার আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া।
হামলার সময় তারা হাসপাতালের মূল গেইটের কাছে সাংবাদিকদের জন্য প্রস্তুত করা তাঁবুতে অবস্থান করছিলেন। আল-জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, “পরিকল্পিত হত্যাকাণ্ডটি প্রেস ফ্রিডমের ওপর আরেকটি স্পষ্ট ও পূর্বপরিকল্পিত হামলা।”
হামলার কিছুক্ষণ পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাটি নিশ্চিত করে। তারা জানায়, “আনাস আল-শরিফ হামাসের সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন”, তবে অন্য চারজন সাংবাদিক সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি।
আল-জাজিরা জানিয়েছে, হামলায় মোট সাতজন নিহত হয়েছে। প্রথমে চারজনের মৃত্যুর খবর দেওয়া হলেও পরে সংখ্যা পাঁচ জন নিশ্চিত করা হয়। এই ঘটনা আন্তর্জাতিকভাবে সাংবাদিকদের নিরাপত্তা এবং প্রেস ফ্রিডমের ওপর এক গুরুতর আঘাত হিসেবে নিন্দা পেয়েছে।