উপদেষ্টা পরিষদের এক বৈঠক আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে চলমান প্রশাসনিক কার্যক্রম, অর্থনীতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং জনগুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। জাতীয় স্বার্থে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে পরিষদের সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে মতামত দেন।