• হোম > বাংলাদেশ > বিদেশে চিকিৎসায় অর্থপাচার ঠেকাতে সচেতনতার আহ্বান

বিদেশে চিকিৎসায় অর্থপাচার ঠেকাতে সচেতনতার আহ্বান

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১৫:৩৭
  • ৮০

---

অসংক্রামক রোগের (এনসিডি) চিকিৎসার জন্য প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সারের মতো রোগ হলে পরিবারগুলো আর্থিকভাবে ভেঙে পড়ে। অনেকে বাধ্য হয়ে বিদেশে উচ্চমূল্যের চিকিৎসা নিতে যান, এতে দেশের বিপুল অর্থ বাইরে চলে যায়। এ কারণে শুধু উন্নত চিকিৎসা নয়, এসব রোগের প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এ কাজ সম্ভব নয়। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকারসহ সব খাতের সমন্বিত উদ্যোগ দরকার। প্রতিটি খাতের নির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি।

ড. ইউনূস আরও বলেন, ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও আঞ্চলিক-আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এ উদ্যোগ কার্যকর হলে দেশের জনগণ উপকৃত হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবা বিভাগ উদ্যোগ নেবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে সমর্থন দেবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3997 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:44:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh