বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এর আগে সন্ধ্যায় তিনি থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন এবং গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক করেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বাসায় ফেরার পর তিনি অসুস্থ বোধ করলে দলীয় চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১টার দিকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে তাকে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ জানিয়েছেন, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।
আজ বুধবার দুপুরে জামায়াত নেতারা বিএনপির মহাসচিবকে হাসপাতালে দেখতে যাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপে ব্যাংকক যান মির্জা ফখরুল।