• হোম > রাজনীতি > বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে জাতীয় কমিটি গঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে জাতীয় কমিটি গঠিত

  • মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৭
  • ৪৭

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের একটি জাতীয় উদ্‌যাপন কমিটি গঠন করা হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—

  • যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স

  • ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল

  • চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

  • রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত

  • খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

  • রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু

  • সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ

  • কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

  • ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম

  • ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3925 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:31:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh