• হোম > রাজনীতি > সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২৩:৫৯
  • ৪৯

---

ঢাকা, ১৮ আগস্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইআরআই প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে স্টিফেন সিমা সাংবাদিকদের জানান, আইআরআই দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্রের শক্তিশালীকরণে কাজ করছে এবং নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী কার্যক্রমে তাদের পরিকল্পনা কমিশনকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখব এবং নির্বাচন পূর্ব মূল্যায়ন কার্যক্রম পরিচালনার বিষয়েও কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।”

আইআরআই প্রতিনিধি আরও জানান, ৯০-এর দশক থেকে সংস্থাটি বাংলাদেশে গণতন্ত্র ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3923 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:58:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh