নির্বাচন কমিশন (ইসি) চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি করা হয়েছে। এখন কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সবকিছু সমন্বয়ের পর আশা করছি এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ সম্ভব হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সচিব বলেন, নির্বাচনকালীন পরিবেশ নিয়ে উদ্বেগের কোনো যৌক্তিক কারণ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে এবং নিয়মিত সমন্বয় হচ্ছে বলেও তিনি জানান।
মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, সীমানা নির্ধারণ, এনআইডি সংশোধন, ভোটকেন্দ্র নির্ধারণ ও রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত জানান তিনি।
-
সীমানা নির্ধারণে আপত্তি : ৮৩টি আসনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে চার দিন চলবে।
-
এনআইডি কারেকশন : এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার আপিল জমা পড়েছে; সংখ্যা কমে আসছে।
-
ভোটকেন্দ্র : নতুন কেন্দ্র বাড়ানো হবে না, তবে যৌক্তিক প্রয়োজনে সমন্বয় করা হবে।
-
রাজনৈতিক দল নিবন্ধন : ২২টি দলের আবেদন মাঠপর্যায়ে যাচাই চলছে।
তিনি আরও বলেন, আগে থেকেই কাজ গুছিয়ে রাখার চেষ্টা চলছে, যাতে শেষ মুহূর্তে হুড়োহুড়ি না হয়।