সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য রক্ষা ও একটি মাদকমুক্ত জাতি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়, দেশে তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।