• হোম > বিদেশ > ইউক্রেন যুদ্ধ সমাধানে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে: মার্কিন দূত উইটকফ

ইউক্রেন যুদ্ধ সমাধানে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে: মার্কিন দূত উইটকফ

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:৩০
  • ৫০

---

মার্কিন জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফ রোববার আশা প্রকাশ করেছেন যে, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে সোমবারের বৈঠকটি ‘ফলপ্রসূ’ হবে।

ওয়াশিংটন যুদ্ধবিরতির পূর্বশর্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায়—এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওয়াশিংটন থেকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, “আমি আশা করি, সোমবার আমরা একটি ফলপ্রসূ বৈঠক করব। আমরা প্রকৃত ঐকমত্যে পৌঁছাতে পারব এবং রাশিয়ানদের সম্পৃক্ত করে শান্তিচুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে ও তা সম্পন্ন করতে সক্ষম হব।”

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজছে। তবে মস্কো এখনো যুদ্ধবিরতির বিষয়ে দৃঢ় অবস্থানে নেই। ফলে সোমবারের বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন পর্যবেক্ষকরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3883 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 12:33:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh