• হোম > বাংলাদেশ > মহাখালী সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১

মহাখালী সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২৩:৫১
  • ৬১

---

ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর দুটি ইউনিটের সহায়তায় ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান জানান, আধা ঘণ্টার মতো কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে তখনও এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

‘ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন জানান, গাড়ি থেকে ট্যাংকে তেল নেওয়ার সময় হঠাৎ আগুন লাগে।

ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং উল্টোদিকে রাওয়া ক্লাব থাকায় ঘটনাস্থল থেকে বহু দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। এ কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাখালী ফ্লাইওভারের এক পাশেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

অগ্নিদগ্ধ মীর হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3879 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 12:01:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh