• হোম > বাংলাদেশ > ৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি আটক, জব্দ ২ প্রাইভেটকার

৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি আটক, জব্দ ২ প্রাইভেটকার

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৭
  • ৫০

---

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, নগদ দুই লাখ টাকা এবং দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা, মাদক ব্যবসার নগদ দুই লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3864 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:44:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh