সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান। এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না।
শনিবার রাজধানীর পলাশী মোড়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জন্মাষ্টমীর এ আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালিসহ সবাই সম্প্রীতির বন্ধনে এ দেশে শান্তিতে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, “সবার অধিকার আছে এ দেশে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও সুন্দর বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান উপস্থিত ছিলেন। পরে তিন বাহিনীর প্রধানেরা প্রদীপ প্রজ্জ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন।