• হোম > বিদেশ > চীন-ভারত সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হওয়ার পথে

চীন-ভারত সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হওয়ার পথে

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১৮:০৪
  • ৮৫

---

আগামী সপ্তাহে ভারত সফর করবেন চীনের প্রধান কূটনীতিক ওয়াং ই, যাতে দুই দেশের যৌথ সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা যায়। একই সঙ্গে দুই দেশ পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনাও যাচাই করছে।

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বেইজিং থেকে এএফপি সংবাদদাতাকে জানানো হয়েছে, ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করবেন এবং চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন।

শীতল ও উচ্চভূমি হিমালয় সীমান্তের মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত বাণিজ্য সাধারণত সামান্য হলেও গুরুত্বপূর্ণ প্রতীকী তাৎপর্য বহন করে। ২০২০ সালে সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর এই বাণিজ্য বন্ধ হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা শুরু করতে সোমবার নয়াদিল্লি সফরে আসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। গত জুলাইয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করও বেইজিং সফর করেছিলেন।

দুটি বৃহৎ অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসছে। তবে মার্কিন শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্য ও ভূ-রাজনীতিতে অস্থিরতার মধ্যেও তারা আটকে থাকা সম্পর্ক পুনর্গঠনের দিকে এগোচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে চীনা ও ভারতীয় কর্মকর্তারা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে আলোচনা করছেন। পাশাপাশি তারা পুনরায় সরাসরি ফ্লাইট চালু এবং পর্যটক ভিসা প্রদানের মতো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা যাচাই করছেন, যা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3850 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:21:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh