• হোম > বাংলাদেশ > যৌথবাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ

যৌথবাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১৪:৩৫
  • ৭৪

---

সিলেটে প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীও অংশ নেয়।

বৃহস্পতিবারের অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পাথরগুলো ধলাই নদী ও সাদাপাথর এলাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যাতে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয়।

এর আগে, বুধবার সাদাপাথর এলাকায় অভিযানে আরও ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে রাতে সাদাপাথরে পুনঃস্থাপন করা হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত মঙ্গলবার (১২ আগস্ট) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই অভিযান শুধু আইন প্রয়োগের উদাহরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি রক্ষার এক মানবিক অঙ্গীকার। নদীর প্রাণ ফিরে পেতে এবং এলাকার জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3802 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:40:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh