• হোম > বাংলাদেশ > মাইলস্টোন ট্র্যাজেডি: আরও এক দগ্ধ রোগীর প্রাণহানি

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও এক দগ্ধ রোগীর প্রাণহানি

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১৬:১২
  • ৪৯

---

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ৪৫ বছর বয়সী শিক্ষক মাহফুজা ২৫ দিন ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওনের তথ্য অনুযায়ী, মাহফুজার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে দুর্ঘটনায় দগ্ধ ২৩ জন রোগী সেখানে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে রয়েছেন।

এ পর্যন্ত ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এই ইনস্টিটিউটে মোট ১৯ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছু পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3792 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:15:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh