চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ পুলিশ সদস্যদের নিরাপত্তা ও আত্মরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পুলিশের কাছে ওয়্যারলেস বার্তায় তিনি জানিয়েছেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি করতে পারবেন।
এই নির্দেশনার পেছনে কারণ হিসেবে সোমবার (৭ আগস্ট) বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। হামলার সময় এসআইর সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও ব্যবহার করেননি। পুলিশ জানায়, অধিকাংশ সদস্যই গুলি করতে চায় না, কারণ এতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।
সিএমপি কমিশনার বলেন, “পুলিশ টহল বা ডিউটিতে বের হওয়ার সময় আগ্নেয়াস্ত্র ছাড়া কোনও দল যাবে না। পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে তাৎক্ষণিক গুলি করা হবে। এটি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারার অধীনে আত্মরক্ষার অধিকার।”
চট্টগ্রাম পুলিশ নিশ্চিত করেছেন, এই নির্দেশনা পুরোপুরি পুলিশ সদস্যদের নিরাপত্তা এবং জনসাধারণের সুরক্ষার জন্য প্রদান করা হয়েছে।