• হোম > বাংলাদেশ > সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১৩:৩০
  • ১০৪

---

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কভাবে চলাচল করতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং নতুন নির্দেশনা দ্রুত জানানো হবে। এসময় উপকূলীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় সমুদ্রযাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3768 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:34:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh