• হোম > খেলা > আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় তৃতীয় রাউন্ড শেষে তিন খেলোয়াড় যৌথভাবে শীর্ষে

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় তৃতীয় রাউন্ড শেষে তিন খেলোয়াড় যৌথভাবে শীর্ষে

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৯
  • ৫২

---

 

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন—

  • ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস (স্পোর্টস বাংলা)

  • ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ (তিতাস ক্লাব)

  • ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম (বাংলাদেশ নৌবাহিনী)

২.৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন—

  • আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন (বাংলাদেশ নৌবাহিনী)

  • ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (তিতাস ক্লাব)

  • অন্তু চৌধুরী (সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব)

শনিবার সকালে শেওড়াপাড়ার আইসিটি বিভাগের ইয়ুথ টাওয়ারের ৪র্থ তলায় তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে বিভিন্ন বোর্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াসহ বেশ কয়েকজন খেলোয়াড় জয় পান। আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও অন্তু চৌধুরী, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও সারোয়ার হোসেন উল্লাসের খেলাগুলো ড্র হয়।

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আফনান জারিফ হকের বিরুদ্ধে ওয়াকওভার পান।

চতুর্থ রাউন্ডের খেলা রোববার বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3754 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:15:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh