জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন—
-
ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস (স্পোর্টস বাংলা)
-
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ (তিতাস ক্লাব)
-
ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম (বাংলাদেশ নৌবাহিনী)
২.৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন—
-
আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন (বাংলাদেশ নৌবাহিনী)
-
ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (তিতাস ক্লাব)
-
অন্তু চৌধুরী (সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব)
শনিবার সকালে শেওড়াপাড়ার আইসিটি বিভাগের ইয়ুথ টাওয়ারের ৪র্থ তলায় তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে বিভিন্ন বোর্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াসহ বেশ কয়েকজন খেলোয়াড় জয় পান। আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও অন্তু চৌধুরী, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও সারোয়ার হোসেন উল্লাসের খেলাগুলো ড্র হয়।
ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আফনান জারিফ হকের বিরুদ্ধে ওয়াকওভার পান।
চতুর্থ রাউন্ডের খেলা রোববার বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।