সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় নজিরবিহীন পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের এই কমিটিকে আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাতের নেতৃত্বে একটি দল সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। এ সময় তারা পাথর লুটের আলামত ও তথ্য সংগ্রহ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে, কেন এই লুটপাট হচ্ছে—তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযান চলমান রয়েছে, আগামীতেও চলবে।”
দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানান, “আজকের পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা লুটের সঙ্গে জড়িত—স্টোন ক্রাশার মালিক, প্রভাবশালী ব্যক্তি বা ব্যবসায়ী—সবাইকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”