• হোম > এন্টারটেইনমেন্ট > ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর

ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০, ১৩:৫৩
  • ৭৩৩

---শারীরিক অসুস্থতার কারণে পর্তুগাল ও যুক্তরাজ্যের কয়েকটি কনসার্ট বাতিল করার পর লন্ডন থেকে ফের ম্যাডাম এক্স ওয়ার্ল্ড ট্যুর শুরু করলেন পপস্টার ম্যাডোনা। লন্ডনে আড়াই ঘণ্টার ওই কনসার্টে ম্যাডোনাকে দেখা গেছে হাঁটুতে গার্ড ব্যবহার করতে। তবুও তিনি এই কনসার্টের ব্যাপারে কোনো সমঝোতা করতে রাজি হননি। অসুস্থ অবস্থায়ই তাকে হাইকিক, ইয়োগা এবং নৃত্য করতে দেখা গেছে। গত ২৭ জানুয়ারি যুক্তরাজ্যে প্রথম শো করার পর তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে শেষ পর্যন্ত শো করতে পারলাম। লন্ডনে শো হবে কিন্তু আমি আসব না তা কী করে হয়? এ ছাড়া ২৯ জানুয়ারি লন্ডনের প্যালাডিয়ামে দুই হাজার ২৬৮ জনের উপস্থিতিতে ম্যাডোনা তার সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পূর্ণদৈর্ঘ্য কনসার্ট করেন। ২০০২ সালের পর থেকে এই প্রথম ওয়েস্টএন্ডে পারফর্ম করতে দেখা গেল তাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/372 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:10:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh