• হোম > বাংলাদেশ > তিস্তার পানি বিপৎসীমার ওপর

তিস্তার পানি বিপৎসীমার ওপর

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১৪:০৩
  • ৫৯

---

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এতে নীলফামারীর নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে ৩ আগস্ট এই পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। আজ সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) অতিক্রম করেছে। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানি বেড়ে যাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের অন্তত ১৫টি চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ফসলি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে নদীর পানি বেড়েছে। মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3728 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:57:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh