• হোম > প্রধান সংবাদ > আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২২:২৫
  • ৩৬

---

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। এই অবদান আমাদের স্বীকার করতে হবে। একইভাবে, আপনাদের ভোটাধিকারও নিশ্চিত করতে হবে।”

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনা এবং তাদের অভিযোগ শোনার চেষ্টা করা হচ্ছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রবাসীদের সরকারি সেবা সহজে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্রকল্প চালু করা হচ্ছে। এছাড়া, বিশ্বব্যাপী প্রবাসীদের এক প্ল্যাটফর্মে যুক্ত রাখতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

অধ্যাপক ইউনূস বলেন, “দেশের অর্থনীতি এখন অনেকটাই স্থিতিশীল। এ অবস্থায় ফিরিয়ে আনার পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও জানান, সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

সভায় প্রবাসীরা দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিত হয়ে যাওয়া প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য-শিল্প সহযোগিতা বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, এসব বিষয় মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3709 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:45:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh