• হোম > প্রধান সংবাদ > মালয়েশীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

মালয়েশীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১৭:১১
  • ৪৬

---

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা বিদেশি বিনিয়োগের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসার অগ্রগতি আমাদের প্রত্যাশামতো হয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসা ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে এবং আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি।”

অধ্যাপক ইউনূস বাংলাদেশের তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠীর শক্তি তুলে ধরে বিনিয়োগকারীদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ প্রবাসী বাংলাদেশিদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর ভাষায়, “প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছা রয়েছে, যা বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমে বড় ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ সুবিধা, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

ফোরামে সেলুলার অপারেটর রবি’র প্রধান শেয়ারহোল্ডার আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদ বাংলাদেশে আজিয়াটার ২৮ বছরের ব্যবসায়িক সাফল্য, অংশীদারিত্ব এবং সম্প্রসারণের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদ (পেট্রোনাস)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, সার্বভৌম সম্পদ তহবিল খাজানাহ ন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস (এফজেভি)-এর শীর্ষ কর্মকর্তা, প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লোভ প্রস্তুতকারক টপ গ্লাভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই প্রমুখ।

ব্যবসায়িক ফোরামের আগে মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার পথ সুগম করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3701 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:08:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh