• হোম > বাংলাদেশ > পামঅয়েলের দাম লিটারে ১৯ টাকা কম

পামঅয়েলের দাম লিটারে ১৯ টাকা কম

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১৬:১৭
  • ১২৬

---

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়েছে দেশের ভোজ্যতেল বাজারে। সরকার প্রতি লিটার খোলা পামঅয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১৬৯ টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পামঅয়েলের মূল্য কমে আসায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী, প্রতি লিটার খোলা পামঅয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। ফলে ভোক্তারা এখন থেকে লিটারে ১৯ টাকা সাশ্রয়ে পামঅয়েল কিনতে পারবেন।

তবে বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকছে—প্রতি লিটার ১৮৯ টাকা।
বাণিজ্য সচিব জানান, দেশের ভোজ্যতেলের বাজারে ৬০ শতাংশ অংশীদারিত্ব পামঅয়েলের। দাম হ্রাসের ফলে বাজারে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।

এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পামঅয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3693 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 07:53:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh