• হোম > অর্থনীতি > ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩৫০ কোটি ডলার

২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩৫০ কোটি ডলার

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১৬:০০
  • ১২১

---

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে জানানো হয়, সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে পণ্য খাতে রপ্তানি আয় হয়েছে ৪,৮২৮ কোটি ডলার, যা নির্ধারিত ৫,০০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ। এটি পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি।

সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-এপ্রিল) রপ্তানি হয়েছে ৫৭৭ কোটি মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রা ৭৫০ কোটি ডলারের তুলনায় কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় ৫.১৩ শতাংশ বেশি।

নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণে যে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে সেগুলো হলো—রপ্তানি খাতের প্রবৃদ্ধির ধারা, পণ্য ও বাজারের সম্প্রসারণ ও বহুমুখীকরণ, বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক প্রবণতা, ভূ-রাজনৈতিক প্রভাব, মধ্যপ্রাচ্যের সংকট, ইউক্রেন যুদ্ধের প্রভাব, অংশীজনদের মতামত এবং পূর্ববর্তী বছরের অর্জনের হার।

বাণিজ্য সচিব আশা প্রকাশ করেন, সরকারের গৃহীত নীতি ও প্রণোদনার ফলে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়া সম্ভব হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3691 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:37:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh